ছাত্রলীগ নেতা-কর্মীদের হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার সদর আলেকজান্ডার বাজারে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের এক মন্তব্যের প্রতিবাদে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া বিভিন্ন সময়ে ছাত্রশিবির-ছাত্রদল নেতা-কর্মীদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েটের শহীদ আরিফ রায়হান দ্বীপ, সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতা কর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, সাবেক সভাপতি মাহে আলম রায়হান, সহসভাপতি মুশফিকুর রহমান রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রকি, রাসেল মাহামুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমীর হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, মো. রাকিবুল ইসলাম, আবদুর রহিম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক শেখ ফরিদ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের শামীম, পৌর যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন জিপু, যুগ্ম আহ্বায়ক অভিজিৎ চৌধুরী মুন্না, ইসমাইল হোসেন মানিক, সজিবুর রহমান সংগ্রাম, উপজেলা যুবলীগের সদস্য মো. হেলাল উদ্দিন প্রমুখ।