নাটোরে ৯৬ গ্রাম হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর একটি দল। গতকাল রোববার ভোরে বাগাতিপাড়া উপজেলার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে নাটোর র্যাব ক্যাম্প সিপিসি-২-এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তরুণের নাম ইব্রাহিম আলী (২১)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার বাসিন্দা।
নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বাগাতিপাড়া উপজেলার সামনে এক অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ইব্রাহিম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁর পায়ুপথ থেকে ১০ লাখ টাকা মূল্যের ৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ইব্রাহিম আলী বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।