Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কচুয়ায় ২ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় ২ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় দুটি হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিক্ষার্থী মো. মেহেদী হাসান (২৫) হত্যা মামলার আসামি লিটন খান (৪৫) ও কৃষক মিঠু সেখ (৫০) হত্যা মামলার আসামি মিন্টু গাজী (৩৫)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের সেখ মনিরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান হত্যা মামলার আসামি লিটন খানকে ২৬ নভেম্বর বাধাল বাজার এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোমরেজ আলী মোল্লা গ্রেপ্তার করেন।

এদিকে বারুইখালী গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন সেখের ছেলে কৃষক মিঠু সেখ হত্যা মামলার আসামি মিন্টু গাজীকে সোমবার রাতে তালেশ্বর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

আসামি লিটন খান কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা ও আসামি মিন্টু গাজী বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের বাসিন্দা।

শিক্ষার্থী মো. মেহেদী হাসানকে দুর্বৃত্তরা গত ৫ নভেম্বর হত্যা করে কলাবাগানের ডোবার মধ্যে পুতে রাখে। এ ছাড়া কৃষক মিঠু সেখকে গত ২৫ নভেম্বর দুর্বৃত্তরা হত্যা করে ঘেরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ