Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সেতুর নিচ থেকে বালু তোলেন চেয়ারম্যান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সেতুর নিচ থেকে বালু তোলেন চেয়ারম্যান

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের (ইউপি) দাউদপুর বাজারসংলগ্ন ইছামতী নদীতে সেতুর নিচে ড্রেজার বসিয়েছেন ওই ইউপির চেয়ারম্যান আলীমোর রহমান খাঁন পিয়ারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন এবং বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। সেতুর নিচ থেকে বালু উত্তোলনে সেতুটি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, দাউদপুর সেতুর সামান্য দূরে ইছামতী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে অপরিকল্পিতভাবে অনুমোদন ছাড়া বালু উত্তোলন করায় দাউদপুর সেতু ও আশপাশের দোকানপাট হুমকিতে পড়েছে। এ ছাড়া রাস্তার ওপর দিয়ে ড্রেজার পাইপ বসানোর ফলে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। পাইপ বসানো অংশে সড়কে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে দাউদপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, নদী থেকে এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়তে পারে সেতুটি। এ ছাড়া একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে বালু উত্তোলন করা সমীচীন নয়। তিনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এতে তাঁর যেমন দুর্নাম হচ্ছে, তেমনি দলেরও দুর্নাম হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আলীমোর রহমান বলেন, ‘মসজিদের জায়গা ভরাটের জন্য নদীতে ড্রেজারটা বসানো হয়েছে। সেই সঙ্গে বাজারের খালটি ভরাট করেছি। তবে কারও কাছ থেকে এক টাকাও নিই নাই।’

নদী থেকে বালু উত্তোলনে কারও অনুমোদন নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।’

এ বিষয়ে নবাবগঞ্জ ইউএনও এইচ এম সালাউদ্দিন মনজু বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনে লিখিত বা মৌখিকভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা এ রকম কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ