ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিং মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে এক আরতদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার ভোরে বান্দুরায় মাছের আরতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা। পরে সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আটককৃত লিটন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের অখিল রাজবংশীর ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল বান্দুরায় অবস্থিত মাছের আরতে ক্ষতিকর রং মিশিয়ে জনসাধারণকে প্রতারণার মাধ্যমে মাছ বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থলে সত্যতা পেয়ে অভিযানের মাধ্যমে এক আড়তদারকে আটক করা হয়েছে।