নবাবগঞ্জে লরি থেকে পড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কেরানীগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং বরগুনার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে নাজিম হোসেন রাজিন (২৪)।
নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্তকেন্দ্রের এএসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় ৮-১০ জন শ্রমিক একটি লরিতে বৈদ্যুতিক খুঁটি নিয়ে নবাবগঞ্জ থেকে কেরানীগঞ্জে যাচ্ছিল। ছাতিয়া ব্রিজের ঢালে লরিটি নিয়ন্ত্রণ হারালে বৈদ্যুতিক খুঁটিগুলো নিচে পড়ে যায়। এ সময় খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় লরির চালক ও আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক রবিউল ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন এবং আহত অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর তদন্তকেন্দ্রে নিয়ে আসে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।