হোম > ছাপা সংস্করণ

করোনার টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীতাকুণ্ড, লোহাগাড়া (চট্টগ্রাম) ও উখিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া এবং কক্সবাজারের উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় ১২ বছরের ওপরের বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে এই চার উপজেলায় টিকা দেওয়া শুরু হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, গতকাল উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ২ হাজার ১৮৮ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৫০০ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, উপজেলার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ হাজার ৭৭৪ শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রথম দিন উপজেলার ২টি কেন্দ্রে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী টিকা নেয়।

সকালে আলহাজ মোস্তফিজুর রহমান কলেজ কেন্দ্র দেখা গেছে, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে স্বতস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে। ১৫ জানুয়ারী পর্যন্ত উপজেলায় টিকা দেওয়া হবে।

টিকা নিতে আসা কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুর নওশিন বলল, ‘টিকা নিতে পেরে খুবই ভালো লাগছে। সকালে এসে সহপাঠীদের সঙ্গে নিয়ে টিকা নিয়েছি।’

উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, শিগগিরই উপজেলার ১২ থেকে ১৮ বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দিনে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেবেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসপাতালের ১০টি বুথে ৫ হাজার ৪০ শিক্ষার্থীদের প্রথম দিনে টিকা দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ টিকার সরবরাহ রয়েছে।

জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ বছরের ঊর্ধ্ব প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। পরবর্তীতে টিকা কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ