চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদার ও খায়রুল বাশার ফারুক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তাঁরা ঘোষণা দেন।
সাইফুল্লাহ ও খায়রুল বলেন, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পরামর্শে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁরা এখন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুল আলম দিদারের জন্য ভোট চাইবেন। নৌকা প্রতীকের বিজয়ের জন্য তাঁরা আন্তরিকভাবে কাজ করবেন।
তবে এই ইউপিতে এখনো বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন আজম খান। তিনি চশমা প্রতীকে নির্বাচন করছেন।