খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রিসার্চ এ্যাডভাইজারি কমিটির সভায় ৬২টি গবেষণা প্রকল্পের জন্য দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের ৭৩টি প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা করে ৬২টি গবেষণা প্রকল্পের বিপরীতে দুই কোটি ১ লাখ ৯০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। এটাই এযাবৎকালের গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ বলে জানা যায়।
২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা অনুকূলে প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে এসব প্রকল্পে অনুদান প্রদান করাদেওয়া হয়। এসব গবেষণা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ১-৩ বছর। সভায় কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ড. মাহমুদ হোসেন আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে গবেষণা প্রকল্পে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ গবেষকদের গবেষণায় নানাভাবে উৎসাহিত করা হচ্ছে।