Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কলকাতার সিরিজে জয়া-চঞ্চল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কলকাতার সিরিজে জয়া-চঞ্চল

১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হবে ওয়েব সিরিজ। নাম ‘সাদা আমি কালো আমি’। সিরিজে চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদার চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান—এ খবর আগেই জানা গিয়েছিল। কয়েক মাস আগে সিরিজের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এতে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

কিন্তু নওয়াজুদ্দিনের শিডিউল মিলছে না। পারিশ্রমিকও বেড়েছে অনেক। তাই নির্মাতা বিকল্প খুঁজলেন। সিরিজে এবার চারু মজুমদার হয়ে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি। চারুর অন্যতম সঙ্গী কানু সান্যালও ‘সাদা আমি কালো আমি’ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র। এ চরিত্রে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী	ছবি: ইনস্টাগ্রামজয়া আহসানের মতো চঞ্চল চৌধুরীও কলকাতায় জনপ্রিয়। এরই মধ্যে তিনি গৌতম ঘোষের ‘মনের মানুষ’, জি৫-এর ‘কনট্র্যাক্ট’ ও ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’, হইচইয়ের ‘তাকদির’ ও ‘বলি’ সিরিজে অভিনয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে চঞ্চলের থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয় করোনার কারণে। এ ছাড়া কিছুদিন আগে চঞ্চলকে নিয়ে কাজের ইচ্ছার কথা জানিয়েছিলেন অঞ্জন দত্ত। সব মিলিয়ে চঞ্চলকে নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে নির্মাতার।

জানা গেছে, আগামী বছরের পূজার পরে শুরু হবে ‘সাদা আমি কালো আমি’ সিরিজের শুটিং। তৈরি হবে তিনটি পর্বে। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। ভারতের কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্র প্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও সিরিজের শুটিং করার ইচ্ছা নির্মাতার।

‘সাদা আমি কালো আমি’ তৈরি হবে বাংলা, হিন্দি, ইংরেজি—তিনটি ভাষায়। এতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রও।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ