১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হবে ওয়েব সিরিজ। নাম ‘সাদা আমি কালো আমি’। সিরিজে চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদার চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান—এ খবর আগেই জানা গিয়েছিল। কয়েক মাস আগে সিরিজের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এতে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।
কিন্তু নওয়াজুদ্দিনের শিডিউল মিলছে না। পারিশ্রমিকও বেড়েছে অনেক। তাই নির্মাতা বিকল্প খুঁজলেন। সিরিজে এবার চারু মজুমদার হয়ে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি। চারুর অন্যতম সঙ্গী কানু সান্যালও ‘সাদা আমি কালো আমি’ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র। এ চরিত্রে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।
জানা গেছে, আগামী বছরের পূজার পরে শুরু হবে ‘সাদা আমি কালো আমি’ সিরিজের শুটিং। তৈরি হবে তিনটি পর্বে। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। ভারতের কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্র প্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও সিরিজের শুটিং করার ইচ্ছা নির্মাতার।
‘সাদা আমি কালো আমি’ তৈরি হবে বাংলা, হিন্দি, ইংরেজি—তিনটি ভাষায়। এতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রও।