মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের দৌলত ভূঁইয়া বাড়ির শাহ আলমের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে।
উপজেলার জয়পুর পূর্ব জোয়ার গ্রামের দৌলত ভূঁইয়া বাড়ির শাহ আলমের পরিবার ঘরে না থাকায় খালি ঘরে চোর ঢুকে আলমারির তালা ভেঙে ৩ ভরি সোনা, নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। তা ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে ফেলে যায়। সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। গতি শনিবার রাতে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শেলী মজুমদারের ঘরে ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, থানায় এ ধরনের কোনো অভিযোগ রাত ১২টা পর্যন্ত কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।