সোনারগাঁর জামপুরে ব্রহ্মপুত্র নদে ড্রেজার (খনন যন্ত্র) বসিয়ে মো. মহসিন নামে এক ব্যক্তির নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার অর্ধশতাধিক কৃষকের ফসলি জমি নদে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। কেউ এ বালু কাটার প্রতিবাদ করলে তাকে মারধর ও হত্যার হুমকি দিচ্ছে চক্রটি।
জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মুকিমপুর, ঝালুকান্দি ও গোবিন্দপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এক সপ্তাহ ধরে স্থানীয় আওয়ামী লীগের নামধারী নেতা পরিচয়ে মহজুমপুর কাজীপাড়া এলাকার তোফাজ্জলের ছেলে মো. মহসিন, বশিরগাঁও গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোমেন মিয়া ও শহিদুল্লাহর ছেলে মামুনের নেতৃত্বে একটি চক্র বালু উত্তোলন করছে। এতে ওই এলাকার ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
কৃষকেরা জানান, কয়েক দিন ধরে রাত-দিন ব্রহ্মপুত্র নদের একই স্থান থেকে বালু উত্তোলন করে আসছে মহসিন, মোমেন ও মামুনের নেতৃত্বে ১৮ জনের একটি চক্র। বালু উত্তোলনের ফলে ওই এলাকার তিন একর ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া ওই এলাকার হাজি আব্দুল মজিদ ভূঁইয়া মাদ্রাসা, মিরেরবাগ ঈদগাহ, মুকিমপুর, মিরেরবাগ কবরস্থানের জায়গা ভেঙে নদীতে চলে যাবে।
এলাকাবাসীর অভিযোগ, এ সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছে। বাধা দেওয়ায় মামলা ও হামলার হুমকি দিচ্ছে। ড্রেজার বসানোর সময় মহজমপুর কাজীপাড়া এলাকার এক স্কুলছাত্র এর প্রতিবাদ করায় তাকে মহসিন ও তার লোকজনেরা মারধর করে। এতে করে ওই এলাকার সাধারণ কৃষক নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন।
মুকিমপুর গ্রামের গিয়াস উদ্দিন ও বকুল মিয়া জানান, চক্রটি দিনে ও রাতে ব্রহ্মপুত্র নদে আমাদের গ্রামঘেঁষে ৩ থেকে ৪টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। জড়িতরা এলাকার ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, বখাটে, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। তারা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাই কেউ বালু কাটার প্রতিবাদ করতে পারে না।
ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ওই এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা দেখা যায়। তারা এলাকায় মাদক সেবন, জুয়ার আসর বসিয়ে আনন্দ উল্লাস করে। কেউ বালু কাটার প্রতিবাদ করলে তারা মামলা হামলা ও প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত মহসিন বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত না। আমাদের এলাকার একটি চক্র এ কাজ করছে। অন্য এলাকায় কে করছে আমি তা জানি না।’
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে কৃষকের ক্ষতি হবে এমন কাজ করতে দেওয়া যাবে না। বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হবে।