দাউদকান্দি প্রতিনিধি
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দাউদকান্দি উপজেলার শিক্ষকদের সঙ্গে প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান।
প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ।