Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ফেনীতে মঞ্চস্থ হলো ‘বন্দী নম্বর-৭৩’

ফেনী প্রতিনিধি

ফেনীতে মঞ্চস্থ হলো ‘বন্দী নম্বর-৭৩’

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও এর প্রেক্ষাপট নিয়ে নাটক ‘বন্দী নম্বর-৭৩’ মঞ্চায়িত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলো রুমে নাটকটি মঞ্চায়িত হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনীর ওপর দেশের ৬৪ জেলায় ৬৪টি মঞ্চনাটক নির্মিত হয়। তারই অংশ হিসেবে ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেল জীবন ও প্রেক্ষাপট নিয়ে নাটকটি নির্মাণ করা হয়। নাটকটিতে অভিনয় করেন ফেনীর রেপার্টরি নাট্যদলের ২৩ কর্মী। সুফি সুফিয়ানের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন সাইমুম। নাটকের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক মো. আবু সেলিম মাহমুদ-উল হাসান। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এস. এম. টি কামরান হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাকসুদুর রহমান, সাংবাদিক বখতেয়ার মুন্না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি ও সংগঠক ইকবাল চৌধুরী, প্রবীণ সংগীত শিল্পী শান্তি চৌধুরী, নাট্যশিল্পী নারায়ণ নাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমরজিৎ দাশ টুটুল, বাপ্পী পোদ্দার, হুমায়ুন মজুমদার, কবি উত্তম দেবনাথ, রাজীব সরোয়ারসহ স্থানীয় নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী ও সংগঠকসহ শতাধিক দর্শক নাটকটি উপভোগ করেন।

নির্দেশক নাসির উদ্দিন সাইমুম বলেন ‘আমরা নাটকটি শিল্পসম্মত করার জন্য চেষ্টা করেছি। “বন্দী নম্বর-৭৩” এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছেন। তিনি আমাদের হৃদয়ে জাগরুক হয়ে থাকবেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ