Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ গুলিবিদ্ধ ১৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ গুলিবিদ্ধ ১৫

নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ীতে গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বাঁশগাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলীর ছেলে জাকির হোসেন নেতৃত্বে ছিলেন।

গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন বাঁশগাড়ী গ্রামের সেলিম মেম্বার (৩২), আবু সাঈদ (৩৩), আমজাদ হোসেন (২২), মুসা (৩২), বিল্লাল হোসেন (১৭), রফিকুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৪), ইমদাদ হোসেন (২৫), আজিজুল ইসলাম (১৬) ও দেলুয়ার হোসেন (২৪)। পরে গুরুতর আহত আবু সাঈদ ও আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার এড়াতে আহত অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ীর নতুন বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন অভিযোগ করেন, ইউপিতে বসা অবস্থায় জাহাঙ্গীরের পক্ষের লোকজন জাকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ২ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিমসহ অনেকে আহত হন।

ফোনে জাকির হোসেন দাবি করেন, ঘটনার সময় তিনি নরসিংদী শহরে ছিলেন। পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান আশরাফুলের লোকজন তাঁদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে ২০-৩০ জন আহত হয়েছেন। তাঁদের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ