Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাত দিনের মধ্যে শহীদ মিনার নির্মাণের দাবি

মির্জাপুর প্রতিনিধি

সাত দিনের মধ্যে শহীদ মিনার নির্মাণের দাবি

মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়ে সাত দিনের মধ্যে নতুন শহীদ মিনার নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যালয়টির শহীদ মিনারের দৈন্যদশা দেখে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার সচেতন বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সাত দিনের মধ্যে শহীদ মিনার নির্মাণের দাবি জানানো হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, বিজয় দিবস উপলক্ষে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মুক্তিযোদ্ধার সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় যোগ দেওয়া মুক্তিযোদ্ধাদের জন্য মির্জাপুর বাজার বণিক সমিতি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মধ্যাহ্নভোজের আয়োজন করে। ভোজে অংশ নিতে গিয়ে বিদ্যালয়টির শহীদ মিনারটির দৈন্যদশা চোখে পড়ে।

এ সময় মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে শত বছরের পুরোনো সরকারি উচ্চবিদ্যালয়ে মাত্র সাড়ে তিন ফুট উচ্চতার একটি শহীদ মিনার। তাও আবার দীর্ঘ দিন সংস্কার না করায় শহীদ মিনারের কয়েকটি স্থান ভেঙে পড়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কার তো দূরের কথা, রং করাও হয়নি। এ সময় তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে এই ক্ষোভ জানানোর চেষ্টা করেন। কিন্তু তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করেননি বলে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন।

পরে বাধ্য হয়ে মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মণি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস মোবাইল ফোনে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে নতুন একটি শহীদ মিনার নির্মাণের জন্য সাত দিনের সময় দেন। এ সময় এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান অভিযোগ স্বীকার করে বলেন, দ্রুত মেরামত করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ