চৌগাছায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে পুরো উপজেলায় এ ক্যাম্পেইন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২৬৫টি টিকাকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সীদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার ১০৪ স্বাস্থ্যকর্মী ও ৫৩০ স্বেচ্ছাসেবক শিশুদের ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭১০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এদিকে গতকাল এ ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শাহাদত খোন্দকার। এদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ১০০ শয্যার ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহারসহ উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।