Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

চৌগাছা প্রতিনিধি

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

চৌগাছায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে পুরো উপজেলায় এ ক্যাম্পেইন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার।

উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২৬৫টি টিকাকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সীদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার ১০৪ স্বাস্থ্যকর্মী ও ৫৩০ স্বেচ্ছাসেবক শিশুদের ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭১০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এদিকে গতকাল এ ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শাহাদত খোন্দকার। এদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ১০০ শয্যার ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহারসহ উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ