দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রমানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৯ ইউনিয়নের ৪ রিটার্নিং কর্মকর্তাসহ ৪৮ চেয়ারম্যান, সাধারণ সদস্য ৩৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য ১১৪ জন প্রার্থী।