Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

কলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

সাতক্ষীরার পাটকেলঘাটায় কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কলা চাষ লাভজনক হওয়াতে এবং মূল্য ভালো পাওয়ায় কলা চাষে লোকসান গুনতে হয় না কৃষকদের।

বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত কয়েক বছর বাজারে কলার দাম ভালো। এতে তাদের লাভও ভালো হয়েছে। যে কারণে অনেক কৃষকই চাষের জমির পরিমাণ বৃদ্ধি করেছেন।

পাটকেলঘাটার কাশিপুর গ্রামের কলাচাষি শেখ সোলাইমান হোসেন বাবু জানান এ মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে নতুন জাতের কালিভোগ কলার চাষ করেছেন। তিনি জানান, যশোর ঝিকরগাছা থেকে ২০ টাকা করে ৬০০ কলার চারা সংগ্রহ করেছেন। বিঘাপ্রতি ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া তিনি নিজের জমিতে হলুদ, শিম, কুল, আম সহ নানা বিধ সবজি চাষ করেছেন। কলা চাষের সঙ্গে সাথি ফসল হিসাবে ৬৪টি আম গাছ রোপণ করেছেন তিনি।

এ কৃষক আরও জানান, গত মৌসুমে কলা উৎপাদন করে তাঁর বেশ লাভ হয়েছিল। তিনি আশা করছেন এ বছর কলা গাছের চারা বেশ ভালো হয়তো ফলন অনেক ভালো হবে। খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ৫০ হাজার টাকা লাভ পাবেন বলে আশা করছেন।

জুজখোলা গ্রামের কলা চাষি মোক্তার আলী জানান, তিনি ১ বিঘা জমিতে এ কলা চাষ করেছেন। তিনি কলার সঙ্গে সাথি ফসল হিসাবে পুইশাক, ঢ্যাঁড়স অন্যান্য সবজির চাষও করেছেন।

কৃষি উপসহকারী কর্মকর্তা পীযূষ কান্তি পাল জানান, ‘আমার ব্লকে বেশ কয়েকজন চাষি কলার চাষ করেছেন। কেউ তরকারী কলা আবার কেউ পাকা কলার। অন্য বছরের তুলনায় ২০ ভাগ বেশি জমিতে কলার আবাদ হয়েছে। এ এলাকার কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি কমবেশি ছোট ছোট প্লটে কলার চাষ করেন।’

তিনি আরও বলেন, এবার এলাকায় কাঁঠালে কলা, কাচ কলা ও বর্তমানে চাপা কলার চাষ হয়েছে ব্যাপক ভাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ