কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ৩০ নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ২৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি ৪ নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো নেতারা হলেন সরারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইফতেখার হায়দার ইফতি, স্বেচ্ছাসেবক দলের নেতা খাজা মোল্লা এবং সরারচর ইউনিয়ন যুবদলের নেতা মিঠু সাহা। এর আগে এ মামলায় পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রনি ভূঁইয়া এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজতবা আলী জাহাঙ্গীর গ্রেপ্তার হন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বাজিতপুর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি করার জন্য কয়েক শ নেতা-কর্মী সভায় যোগ দেন। পুলিশের বাধায় কর্মী সমাবেশ পণ্ড হয় এবং রাস্তায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে ৪৮ জনকে আসামি করে মামলা করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশকে কেন্দ্র করে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা করা হয়। এ মামলায় গতকাল বিএনপির ৩০ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ২৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। বাকি ৪ নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।