ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. জিসান সরকারকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাতুর বাড়ি চৌরাস্তা মোড় থেকে তাঁকে আটক করা হয়। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা জন্য বিক্ষোভ সমাবেশ করায় তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। তারপরেও আমাদের সহকর্মীকে আটক করা হয়েছে। সাবেক ছাত্রদলের এ নেতাকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য একেএম মুসা বলেন, ‘এ আন্দোলন গণতন্ত্রের আন্দোলন। আমরা কোনো অন্যায় করিনি। আমাদের ছেলেদের অযথা আটক করা হয়েছে। আমরা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না। বিস্তারিত পরে জানানো হবে।