ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গত সোমবার বিকেলে উচাখিলা ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
‘এলাকাবাসীর উদ্যোগে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগের বর্তমান সদস্য মো. ছাইদুল হক সরকার, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন রিমন, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রনি প্রমুখ।
বক্তারা বলেন, উচাখিলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক ত্যাগী নেতা ছিল। তাঁদের বাদ দিয়ে ‘বিতর্কিত চেয়ারম্যান’ শফিকুল ইসলামকে কীভাবে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হলো? তাঁরা শফিকুলের দলীয় মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।