মির্জাপুরে একদিনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে এই আয়োজন করা হয়।
মির্জাপুর মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র সালমা আক্তার। এ সময় বক্তৃতা দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর আব্দুর রউফ দুলাল, কলেজের দাতা সদস্য ইকরাম ফারুক, ওয়াজ উদ্দিন সিকদার, মোস্তাফিজুর রহমান, প্রভাষক আবেদীন জনি প্রমুখ।
অপর দিকে মির্জাপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান।
এ ছাড়া উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি ডিগ্রি কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়াজ উদ্দিন।