খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘর’ স্থাপন করার ঘোষণা দিয়েছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। গত বৃহস্পতিবার বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে খুবি শিক্ষক সমিতি আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গল্লামারী এবং তৎকালীন খুলনা রেডিও স্টেশনটির একতলা ভবন ছিল হানাদার বাহিনীর ক্যাম্প। এই ভবনের পূর্ব পাশেই ছিল সেমিপাকা একটি টিনশেড ঘর। এটা ছিল হানাদার বাহিনী ও তাঁদের দোসরদের টর্চার সেল। অসংখ্য মুক্তিকামী মানুষকে এখানে ধরে এনে গুলি করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে, জবাই করে নির্মমভাবে হত্যা করা হতো। বর্তমানে স্থানটি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ সৈয়দ নজরুল ইসলাম পুরোনো প্রশাসন ভবন সংলগ্ন। সেই টিনশেডটি এখনো স্মৃতি বহন করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা। অনুষ্ঠানে অনলাইনে আলোচক ছিলেন সেন্টার ফর দ্য জেনোসাইড অ্যান্ড জাস্টিস ট্রাস্ট ও মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মফিদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।