ডলারের সংকটে আমদানিতে যখন লাগাম টানা হচ্ছে, তখন নির্বাচনের জন্য ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কেন বিদেশ থেকে কিনতে হবে, সে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংসদের বিরোধী দলের এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট দেওয়ার সিদ্ধান্তকে ‘খুবই উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে সে সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্টির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘এ মুহূর্তে সরকার বলছে আমাদের ডলার নেই। লাক্সারি জিনিস বাদ, শুধু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করা যাবে। তাহলে ইভিএমওয়ালা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করি—আচ্ছা বাবা নির্বাচন কমিশন, তোমরাই তো বললা যে ৬০-৭০টার জন্য ইভিএম আছে নির্বাচন করার জন্য। বাকিগুলোতে ইভিএম নাই। এখন লাখ লাখ ডলার, কোটি কোটি টাকা লাগবে ইভিএম কেনার জন্য। তাহলে যে মুহূর্তে ডলারের ক্রাইসিস, ইমপোর্ট বন্ধ কইরা দিসে, সে মুহূর্তে ডলার ব্যয় করে ইভিএম কিনতে হবে এমন কী জরুরি?’
রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার এমপি, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু ও জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক ওয়াসিউর রহমান দোলন। সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাহাত হোসেন। বিকেলে মহানগর জাতীয় পাটির কর্মিসভায় অংশ নেন মুজিবুল হক চুন্নু।