Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছেন মাদারীপুর র‍্যাব-৮-এর সদস্যরা। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের গোপাল বাড়ৈ (৩০), একই গ্রামের অটল বাড়ৈ (২২) ও প্লাবন বাড়ৈ (২৫) এবং মশুরিয়া গ্রামের বরুন বালা (২৩)।

র‍্যাব কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গত ২৬ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পীড়ার বাড়ি মন্দির থেকে মামার বাড়ি যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যান সংঘবদ্ধ বখাটেরা। তাঁরা একটি দোতলা বাড়িতে নিয়ে যান। প্রথম তাঁরা ওই ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই কিশোরী ঘরের জানালা ভেঙে পালিয়ে বাড়িতে চলে আসে। ১ এপ্রিল কোটালীপাড়া থানায় ওই ছাত্রীর বাবা এ ঘটনায় মামলা করেন। পরে র‍্যাবের সদস্যরা ৯ এপ্রিল ঢাকার শাহবাগ থেকে গোলাপ বাড়ৈকে গ্রেপ্তার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শিবচর থেকে বরুন বালাকে এবং কোটালীপাড়ার একটি মাছের ঘের থেকে অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা রয়েছে। তাঁদের আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

র‍্যাব কমান্ডার আরও জানান, আটক আসামিরা সবাই গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা। তাঁরা নিয়মিত মাদক সেবন করতেন। যে কারণে ওই স্কুলছাত্রীকে নির্মম নির্যাতন করেছেন। নির্যাতিত ছাত্রীকে কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ