Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাদক তল্লাশির কথা বলে ১৫ গরু লুট

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি

মাদক তল্লাশির কথা বলে ১৫ গরু লুট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খামার থেকে ১৫টি গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি খামার থেকে গরুগুলো নিয়ে যায় ডাকাত দল।

খামারের মালিক আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে তিনি ও তাঁর স্ত্রী খামারের মধ্যে ঘুমিয়ে ছিলেন। পাঁচজন ডাকাত বাঁশের বেড়া কেটে খামারে ঢুকে পড়ে। এ সময় খামারে মাদক থাকার কথা বলে তল্লাশির নামে তাঁদের আটক করে। তারপর আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ি কালভার্টের পাশে ধানের খেতে হাত-পা বেঁধে তাঁদের ফেলে রেখে গরুগুলো নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এরপর হাত-পায়ের বাঁধন খুলে খামারের মালিক আশরাফুল ইসলাম চিৎকার ডাকাডাকি করলে তাঁর ভাই মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। পরে তাঁর ছেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ভোর সাড়ে চারটার দিকে পুলিশে খবর দেয়। কিন্তু তিন ঘণ্টা পর পুলিশ উপপরিদর্শক বদিউজ্জামান সকাল ৭টার দিকে ঘটনাস্থলে আসেন। এতে ক্ষোভ জানান খামার মালিক আশরাফুল ইসলাম।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস। এ বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু খামারের মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলেন তাঁরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ