রংপুরের পীরগঞ্জে পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে কুতুবপুর সদরা আমিনিয়া আলিম মাদ্রাসার অফিসকক্ষে প্রায় দুই সপ্তাহ ধরে তালা ঝুলছে। শিক্ষক-কর্মচারীরা গাছতলায় বসে প্রয়োজনীয় কাজকর্ম সারছেন। এ ঘটনায় অধ্যক্ষ রফিকুল ইসলাম আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠনের পর ১৩ নভেম্বর এলাকাবাসী ওই মাদ্রাসার মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফেরাতে বক্তব্য দেন মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ।
কর্মসূচি শেষে ওই দিন রাতেই মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর আর তালা খোলা হয়নি। ফলে শিক্ষার্থী কম আসছে। তারা আতঙ্কের মধ্যে ক্লাস করছে। অন্যদিকে শিক্ষকেরা জানান, তাঁরা নতুন হাজিরা খাতা কিনে পাঠদান করছেন।
এ বিষয়ে অধ্যক্ষ রফিকুল বলেন, ‘মাদ্রাসার কমিটি করার পর কয়েকজনের দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ কারণে আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। আমি প্রাণভয়ে মাদ্রাসায় যেতে পারছি না। বিভিন্ন দপ্তরে চলমান এ ঘটনায় অভিযোগ দিয়েছি।’
তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন রতন বলেন, ‘অধ্যক্ষ তাঁর দুর্নীতি, অনিয়ম ভিন্ন খাতে প্রবাহের জন্য টাকা দাবির মিথ্যা অভিযোগ করেছেন।’
এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখছি।’