Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গাংনীতে জামায়াতের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে জামায়াতের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে জামায়াতের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে গোপন বৈঠক চলাকালে উপজেলার নওয়াপাড়া চৌধুরী মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ সময় গ্রেপ্তার জামায়াতের নেতাদের কাছে জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাহারবাটি ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি শেখ সাদী, সাহারবাটি গ্রামের রবিউল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, মো. রিপন আলী, ভাটপাড়া গ্রামের কায়জার আলী, এরশাদ আলী, কাউছার আলী, তৈয়ব আলী, ইউসুফ আলী, মোশাররফ আলী, সেলিম রেজা, হাফিজুর রহমান, তহিদুল ইসলাম, ইরফান আলী, আব্দুর সাত্তার, তবারক ওরফে তবারিক হোসেন, মকলেচুর রহমান, শরিফুল ইসলাম, ইদ্রিস আলী, মো. নাসির, আলহাজ উদ্দিন, কুলবাড়িয়ার কামরুজ্জামান কারিকর, জাহিরুল ইসলাম, সোহেল, এরশাদ আলী লাল্টু, আমিরুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, ইনারুল ইসলাম, আকরাম আলী ও আরিফুল ইসলাম।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, নওয়াপাড়া চৌধুরী মসজিদে জামায়াতের নেতা–কর্মীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জিহাদি বই, লিফলেটসহ দলটির বিভিন্ন পর্যায়ের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ