ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাহিদ হোসেন মজুমদার আরিফ ও আবদুর রহিম নামের দুই আসামি। গত শুক্রবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে এই জবানবন্দি দেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক গোলাম জিলানি জানান, গত বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুলের রড-সিমেন্টের দোকানের কর্মচারী শাহীন চৌধুরী দোকানের পাওনা টাকা ফেরত চান। তাতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী হাশেমসহ বেশ কজন শাহীন চৌধুরীকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।
পরে নিহতের স্ত্রী আফরোজা আক্তার এ বিষয়ে মামলা করেন। ঘটনার দিন রাতেই এনায়েত হোসেন আকাশ, আবদুর রহিম, মো. আজিম ও মো. আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি আবুল হাশেম ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু এখনো পলাতক রয়েছেন। ভুট্টু গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান হন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ খান বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।