ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করতে ত্রিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
গতকাল সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
ইউএনও মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান প্রমুখ।