Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তৃণমূলের মতের প্রাধান্য চান নেতা-কর্মীরা

কামরুল হাসান, ধোবাউড়া

তৃণমূলের মতের প্রাধান্য চান নেতা-কর্মীরা

ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ রোববার। ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে এ আয়োজন করা হয়েছে। সম্মেলন সামনে রেখে গোটা উপজেলা ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরনের তোরণ। এখন সবার আগ্রহের কেন্দ্রে, কে হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের অভিভাবক।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর আজ ধোবাউড়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতা–কর্মীরা সব ইউনিয়নে সভা সমাবেশ করেছেন। পছন্দের নেতাদের সম্মানজনক পদে দেখতে অনেক কর্মী টাঙিয়েছে ব্যানার ও ফেস্টুন। তবে ত্যাগী নেতাদের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা।

সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।

সম্মেলন উপলক্ষে গত শুক্রবার বিকেলে সম্মেলন স্থল পরিদর্শন করেন সাংসদ জুয়েল আরেং। পরে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ ৯ বছর পর সম্মেলন হচ্ছে। নতুন কমিটি করে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।’

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সভাপতি পদে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন খানের নাম আলোচনায় রয়েছে।

আর সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সওকত উসমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজনু মৃধা, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান আকন্দ সাগর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন খান দিনার, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ঈমান এগিয়ে রয়েছে। এ ছাড়া সম্মেলনের দিন আরও অনেকে প্রার্থী হবেন বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের এক সদস্য বলেন, ‘এবারের সম্মেলনে কেন্দ্রীয় ও জেলার নেতাদের মতামতের সঙ্গে তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচনের দাবি জানাচ্ছি।’

সভাপতি পদপ্রত্যাশী এক নেতা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও উন্নয়ন বেগবান করার লক্ষ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল বলেন, ‘সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ