Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এমপিওর দাবি শিক্ষকদের

ডুমুরিয়া প্রতিনিধি

এমপিওর দাবি শিক্ষকদের

ডুমুরিয়ার চুকনগর মডেল মহিলা কলেজ প্রতিষ্ঠার ১৯ বছরে পদার্পণ করেছে গতকাল সোমবার। তবে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আজও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলতি অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, খুলনা, যশোর ও সাতক্ষীরার মাঝামাঝি স্থান ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন। এ ইউনিয়নের চুকনগরে নারী শিক্ষার প্রসারে এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল এ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার। সে লক্ষ্যে ২০০২ সালের ২০ ডিসেম্বর প্রস্তাবিত ‘মডেল মহিলা কলেজ’ নামে কলেজটির যাত্রা শুরু হয়। শর্তপূরণ সাপেক্ষে ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠার পরপরই পায় প্রাথমিক অনুমতি পায়। এরপর ২০০৫ সালে লাভ করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

এদিকে ২০২১ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠার ১৯ বছর পূর্তি হলেও কলেজটি আজও এমপিওভুক্ত হয়নি। এ কলেজে প্রায় চল্লিশ জনের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষকেরা বেতন-ভাতা না পেলেও দায়িত্ব নিয়ে পাঠদান করে যাচ্ছেন। ফলে প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জাতীয় পর্যায়ে পাসের হারের দিক দিয়ে এগিয়ে আছে।

প্রথম থেকেই প্রতিবছর শিক্ষার্থী ভর্তি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ রয়েছে সন্তোষজনক। তা ছাড়া পাসের হার প্রায় শতভাগ থাকা সত্ত্বেও কলেজটি আজও এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

২০০৩ সালে প্রথম বছরেই পৌনে দুই শতাধিক ছাত্রী ভর্তি হয় এ কলেজে। ২০০৫ সাল থেকে কলেজের শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়। কলেজটিতে বর্তমানে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার পাশাপাশি কারিগরি শাখাও চালু রয়েছে।

সর্বশেষ একটি একাডেমিক বিল্ডিং প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই ও সব প্রকারের আনুষ্ঠানিকতা শেষ হলেও অজ্ঞাত কারণে আজও তা বাস্তবায়ন হয়নি।

তৎকালীন কলেজ পরিদর্শক আবদুল ওয়াহাবসহ বিভিন্ন সময়ে জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শনে এসে শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।

কলেজের অধ্যক্ষ এম আর মঈন বলেন, ‘চলতি অর্থবছরে এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই আবেদন সম্পন্ন করেছে। আমাদের সর্বশেষ আশা এমপিওভুক্তির জন্য সব বাধা অতিক্রম করে এবার কলেজটি এমপিওভুক্ত হবে।’

কলেজের গভর্নিং বডির সভাপতি ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, ‘চুকনগর মডেল মহিলা কলেজের শিক্ষক কর্মচারীদের কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। তাই সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছে আমার জোর দাবি কলেজের শিক্ষক-কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে এবার কলেজটি এমপিওভুক্ত করা হোক।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ