নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দেওভোগবাসী সৌভাগ্যবান। এখানে বড় মাঠ, লেক ও বাবুরাইল খাল তৈরি হয়েছে। যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর। এই সুন্দরের জন্য কষ্ট করতে হয়েছে। খেলাধুলার প্রসার আরও বেশি করে ঘটুক। খেলার বিস্তার আবার ফিরে আসুক। আমার জন্য দোয়া করবেন। আমি যেন যুব সমাজকে খেলাধুলামুখী করতে পারি। তাঁরা যেন মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে। এ জন্য ঘন ঘন টুর্নামেন্টের আয়োজন করবেন। আমাদের সুস্থ সংস্কৃতিকে তাঁরা তুলে ধরবেন।’
গতকাল শুক্রবার বিকেলে দেওভোগ প্রিমিয়ার লিগ সিজন-৮ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন দেওভোগ শেখ রাসেল পার্কের মাঠে এ খেলার আয়োজন করা হয়।
আইভী মাঠ প্রসঙ্গে বলেন, ‘এখান থেকে পুকুর দেখে মনে হয়েছিল এটা সংরক্ষণ করা উচিত। চারদিকে বস্তি ছিল, পুকুরে ঝুলন্ত টয়লেট ছিল। আজকে এখানে সুন্দর পরিবেশ হয়েছে। আপনারা মনোরম পরিবেশে খেলতে পারছেন। এ রকম সুন্দর পরিবেশে আল্লাহর সৃষ্টি উপভোগ করা যায়। এই সুন্দর পরিবেশ বাতাস এটাই আল্লাহর নেয়ামত।’
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, সহসভাপতি কামরুল হুদা বাবু, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।