নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৌর এলাকার নারায়ণপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবারের আসরে অংশ নিয়েছে ৪০টি দল।
গতকাল মুক্তিযোদ্ধা সার্জেন্ট মজিবর রহমান একাদশ আলীয়াবাদ বনাম মরহুম কুদ্দুস স্মৃতি সংসদ বীরগাঁও-এর মধ্যেকার খেলাটি উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। খেলায় মরহুম কুদ্দুস স্মৃতি সংসদ বীরগাঁও জয় লাভ করেন।