সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা শাখা এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ত্রিশাল সরকারি নজরুল ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সাব্বির রেজা, জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রাধা রমন মোধক প্রমুখ।
কৃষিবিদ নিতাই চন্দ্র রায় বলেন, ‘সারা দেশে যে সাম্প্রদায়িক সহিংসতা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটলেও তার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের কার্যক্রম চলছে। আমরা চাই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং এ শাস্তি জরুরি আইনের মাধ্যমে দিতে হবে।’
এ সময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের বেহাল দশা। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণ জরুরি।