মুন্সিগঞ্জের শ্রীনগরে সাহাদ হোসেন সাদ (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেজগাও স্কুলবাড়ি গ্রামে। গত শনিবার রাত ১০টায় আহত কিশোরের মামা বাদী হয়ে শ্রীনগর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩ টার সাদ আসরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে পশ্চিম বেজগাঁও স্কুলবাড়ি মসজিদে যাচ্ছিল। এ সময় একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল বেপারীর নাতি তামিম (১৯) ও আলম বেপারীর ছেলে অভি (১৯) ও অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন সাদকে রাস্তায় আটকে মারধর করে। এক পর্যায়ে তামিম ধারালো অস্ত্র দিয়ে সাদের কোমরের বাম পাশে কোপ দেয়। তামিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বাদীপক্ষ চাইলে মামলা নেওয়া হবে।’