একসময় গ্রামগঞ্জে দেখা মিলত ফেরিওয়ালাদের। কাঁধে থলে, হাতে কাচ বাঁধানো ভ্রাম্যমাণ শোকেস নিয়ে পাড়া-মহল্লায় তাঁরা ‘লেইস ফিতা লেইস’ বলে হাঁক ছাড়তেন। সময়ের বদলের সঙ্গে অনেকটাই কমেছে এ পেশার মানুষের উপস্থিতি। নাট্যনির্মাতা এম এন ইউ রাজু তাঁর নতুন নাটকে ফিরিয়ে আনলেন লেইস ফিতাওয়ালার চরিত্র। ‘রেশমি চুড়ি’ নামের এ নাটকের গল্পে দেখা যাবে দুই দশকের বেশি সময় আগের গল্প।
রেশমি চুড়ির প্রধান চরিত্র রতন একজন লেইস ফিতাওয়ালা। পৈতৃক ব্যবসা আঁকড়ে ধরেছে এই যুবক। একদিন এক বাড়িতে চুড়ি বিক্রি করতে গিয়ে ওই বাড়ির মেয়ের হাতে চুড়ি পরিয়ে দেওয়ার সময় রতনের হাত কাঁপতে থাকে। পেশাগত কারণে অনেকের হাতে চুড়ি পরিয়ে দিতে হয় তাকে। কিন্তু কখনো এমন হয় না। তাই বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায়। বাড়ি গিয়ে মাকেও ঘটনাটা বলে। ধীরে ধীরে রতন বুঝতে পারে, অজান্তেই মেয়েটির প্রেমে পড়েছে সে। নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে হীনম্মন্যতার কারণে তার না-বলা প্রেম অপ্রকাশিতই থেকে যায়।