সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার উপজেলা রায়দৌলতপুর দক্ষিণ পাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবুল হোসেন (৬০) উপজেলার রায়দৌলতপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
আবুল হোসেনের চাচাতো ভাই ইলিয়াস খন্দকার বলেন, মসজিদে যাওয়ার জন্য বের হয়েছিলেন আবুল হোসেন। পথে বালুবাহী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিম উদ্দিন বলেন, ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। তবে চালক ও চালকের সহযোগী পলাতক আছে।