মির্জাপুরে প্রায় দুই মাস পর কবর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুরা গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ২২ অক্টোবর ভাতকুরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী মৌসুমী কুমুদিনী হাসপাতালে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ শ্বশুর বাড়ির লোকজন দাফন করেন। এ ঘটনায় মৌসুমীর বাবা মহিম উদ্দিন মৌসুমীর শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে একটি হত্যা মামলা করেন। পরে আদালত লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন।
গতকাল প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের উপস্থিতিতে মৌসুমীর মরদেহ ১ মাস ২৬ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।