ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে বিএনপি-জামায়াত এবং সাধারণ সম্পাদকসহ চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। গত শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নূর হোসেন জানান, ২০২২ সালের জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. নুরুল ইসলাম (সভাপতি), মো. জুলফিকার বকুল (সহসভাপতি), মো. মঈনুল হোসেন মজনু (যুগ্ম সম্পাদক), রেজাউল করিম তুহিন (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), নুরুল আনোয়ার ভূঁইয়া (অর্থ সম্পাদক), মোহাম্মদ হেদায়েত উল্যাহ ভূঁইয়া (লাইব্রেরি সম্পাদক) জয় লাভ করেন। কার্যকরী কমিটির সদস্য পদে জয় লাভ করেন ইয়াছিন আরাফাত, প্রিন্স মাহমুদ চৌধুরী, মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার ও মহিব উল্লাহ খান।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন (সাধারণ সম্পাদক), মো. গোলাম মহিউদ্দিন (সহসভাপতি), মো. আলাউদ্দিন ভূঁইয়া (অডিটর) এবং নাছের উদ্দিন মিয়াজী (সদস্য)।
এ ছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহ মোহাম্মদ কায়কোবাদ জয় লাভ করেন।