চৌগাছা প্রতিনিধি
চৌগাছার বর্ণি দাখিল মাদ্রাসার ১৫ শিক্ষার্থীকে বাইসাইকেল কিনে দিয়েছেন মাদ্রাসার শিক্ষকেরা। গতকাল শনিবার বছরের প্রথম দিনে বেলা ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
মাদ্রাসার সহ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কয়েকজন শিক্ষার্থী দূরের গ্রাম থেকে মাদ্রাসায় আসে। এসব শিশু শিক্ষার্থীদের হেঁটে মাদ্রাসায় আসতে কষ্ট হয়। এ জন্য আমরা শিক্ষকেরা কিছু কিছু করে টাকা দিয়ে তাঁদের ১৫টি সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল কিনে দিয়েছি।