মাগুরায় উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের বিজয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম।
গতকাল সরেজমিন দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯টি স্টল রয়েছে এ মেলায়। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শিত হচ্ছে।
পরবর্তী সময়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফাজ উদ্দিন ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।
উদ্বোধনী দিনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ মেলার আয়োজনে সন্তোষ প্রকাশ করেছে মেলায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।