মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশের সামনে একটি পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার নয়াকান্দি এলাকার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।
তিনি বলেন, ঝন্টু মন্ডল ও তাঁর পরিবারের সদস্যের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তা মামলা হিসেবে নেওয়া হয়েছে। প্রধান অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেনকে শুক্রবার ভোরে নয়াকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
গত বুধবার নয়াকান্দি এলাকায় ঝন্টু মন্ডল ও তাঁর পরিবারের সদস্যের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।