রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ১ হাজার জনকে ২ কেজি করে হাইব্রিড, ১৬০ জনকে উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ সুবিধা ভোগীদের মধ্যে বীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মরশেদুল আলম উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় প্রান্তিক কৃষকদের সার ও বীজ প্রণোদনা হিসেবে প্রদান করা হচ্ছে।