হোম > ছাপা সংস্করণ

সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক

বলিউডের প্রথম ডন অমিতাভ বচ্চন, দ্বিতীয় ডন শাহরুখ খান। গত বছর যখন নতুন ডন হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করেন প্রযোজক ও পরিচালক ফারহান আখতার, অনেকেই তা মেনে নিতে পারেননি। পক্ষে-বিপক্ষে অনলাইন-অফলাইনে ঝড় উঠেছিল। তবে ফারহান ও রণবীর বারবার দর্শকদের আশ্বস্ত করেছেন, ডন চরিত্রের সঙ্গে তাঁরা সুবিচারই করবেন। রণবীর চূড়ান্ত হওয়ার পর অপেক্ষা ছিল, কে হবেন তাঁর নায়িকা! সেই অপেক্ষাও শেষ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল মুভিজ সম্প্রতি ঘোষণা করেছে কিয়ারা আদভানির নাম। তিনিই হচ্ছেন ‘ডন থ্রি’র নায়িকা।

বলিউড হাঙ্গামা গতকাল জানিয়েছে, নায়িকা হিসেবে দুজনের নাম ভেবেছিলেন ফারহান—কৃতি শ্যানন ও কিয়ারা। তবে কিয়ারাকে নিয়েই বেশি আগ্রহী ছিলেন নির্মাতা। কারণ, বাস্তবজীবনে রণবীর ও কিয়ারার সম্পর্ক বেশ ভালো। পর্দায়ও দারুণ লাগবে তাঁদের—এ বিশ্বাস থেকেই কিয়ারাকে চূড়ান্ত করেছেন ফারহান। তবে ডন থ্রিতে কিয়ারাকে পেতে বেশ মূল্য দিতে হচ্ছে। জানা গেছে, এ সিনেমায় অভিনয়ের জন্য ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী। কিয়ারার ক্যারিয়ারে যা সর্বোচ্চ। এমনকি নিজের অন্যান্য সিনেমার তুলনায় ডন থ্রিতে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

১৯৭৮ সালে ডন চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। তখন ডন ছিলেন অমিতাভ বচ্চন। পরে ফারহান আখতার ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে তৈরি করেন নতুন ‘ডন’। ফারহানের নির্মিত সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি।

এবার ফারহান বানাতে চান ‘ডন থ্রি’। তবে শাহরুখ এ চরিত্রে অভিনয় করতে না চাওয়ায় বিকল্প নায়ক খোঁজেন নির্মাতা। চূড়ান্ত করা হয় রণবীর সিংকে। জানা গেছে, রণবীর এখন ব্যস্ত আছেন ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং নিয়ে। এপ্রিলে সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর ডন হয়ে ওঠার প্রস্তুতি শুরু করবেন রণবীর। আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে শুরু হবে শুটিং। এ সিনেমার মাধ্যমে রণবীরের সঙ্গে প্রথমবার অভিনয় করবেন কিয়ারা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন