লক্ষ্মীপুরের রামগতিতে অসহায় নারীর কর্মসংস্থানের লক্ষ্যে তাঁদের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিন ইউনিয়নের ১৫০ জন অসহায় নারীর মাঝে ২০টি করে মোট তিন হাজারটি মুরগি বিতরণ করা হয়। সুবিধাভোগী নারীদের মধ্যে রয়েছেন চর পোড়াগাছা ইউনিয়নের ৭৫ জন, বড়খেরী ইউনিয়নের ২৫ জন এবং চররমিজ ইউনিয়নের ৫০ জন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, রামগতির সাতটি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান। প্রতিটি ইউনিয়নে ৫০০ জন করে মোট তিন হাজার ৫০০ জন নারী এ প্রকল্পের সুবিধা পায়। এর মধ্যে এক হাজার ৭৫০ জনের প্রত্যেককে ২০টি করে হাঁস, ১টি শেড, ১৫৬ কেজি করে হাঁসের খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও টিকা বিতরণ করা হয়। অন্য এক হাজার ৫০ জন নারীকে ২০টি করে, মুরগি ১টি শেড, ১৪৩ কেজি করে খাদ্য প্রয়োজনীয় ওষুধ ও টিকা দেওয়া হবে।