নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গত বুধবার বিকেল ৫টায় লোহাগড়া বাজার বণিক সমিতির অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. ইবাদত শিকদারের সভাপতিত্ব করেন। মো. ইভানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আ. হান্নান রুনু, আওয়ামী লীগ নেতা অ্যাড. সৈয়দ আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনশি আলাউদ্দিন, আজাদ রহমান, উপজেলা পৌর আ. লীগ সভাপতি কাজী বনি আমিন, সৈয়দ আকরাম আলী আকিদুল, লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, জয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান এম এম শরিফুল আলম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. খাইরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
মেয়র প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। পৌরসভার জনগণের পাশে থেকে কাজ করে যাব। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।’ প্রত্যেক ভোটারকে আগামী ২ নভেম্বর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।