Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অতিরিক্ত টিকিট না পেয়ে রেল কর্মচারীর আস্ফালন

রাজশাহী প্রতিনিধি

অতিরিক্ত টিকিট না পেয়ে রেল কর্মচারীর আস্ফালন

চাহিদামতো ট্রেনের টিকিট না দেওয়ায় রেলওয়ের এক কর্মচারী রাজশাহী রেলস্টেশনের কর্মকর্তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। স্টেশন ব্যবস্থাপকের কক্ষে তাঁর সামনেই ওই কর্মচারী গালাগাল করেন। এ সময় শ্রমিক লীগের এক নেতা তাঁর সঙ্গে ছিলেন। গত রোববার রাতের এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওই কর্মচারীর নাম দেবব্রত সিনহা দেবু। তিনি পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর দপ্তরের উচ্চমান সহকারী। এ ছাড়া তিনি রাজশাহী মহানগর শ্রমিক লীগের নেতা। ঈদ পরবর্তী ট্রেনের টিকিটের চাপের মধ্যেই চাহিদামতো টিকিট না পেয়ে গত রোববার রাতে তিনি নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খানকে নিয়ে স্টেশন ব্যবস্থাপকের কক্ষে গিয়ে আস্ফালন দেখিয়েছেন। ওয়ালী খান রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিরও কার্যকরী সভাপতি।

ঘটনার সময়ের একটি ভিডিওচিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে, স্টেশন ব্যবস্থাপক আবদুল করিমের সামনেই অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন দেবব্রত। তিনি বলেন, ‘সকাল থেকে আমি পাঁচবার এসেছি। আমাকে বলল সন্ধ্যার সময় টিকিট দেব।’ এ সময় ওয়ালি খান স্টেশন ব্যবস্থাপককে বলেন, ‘জিএমকে আমার নাম বলবেন যে, ওয়ালি খান এসেছে।’

এ সময় দেবব্রত বলেন, ‘ওই মেহেদী (রেলওয়ে শ্রমিক লীগের নেতা) এসে টিকিট নিয়ে যায়। আর আমরা কি (লেখার অযোগ্য)?’ তখন ওয়ালি বলেন, ‘এখন কি আমরা জিএম সাহেবকে ঘেরাও করব মহানগর শ্রমিক লীগ? আমার ৪২টা ইউনিট। এখনো ৪২টা ইউনিটের সভাপতি আমি। জিএম সবাইকে টিকিট দেবে, আমাদের টিকিট দেবে না এটা তো হতে পারে না। আপনি মোমিনকে (স্টেশনের প্রধান বুকিং সহকারী) ডাকেন...।’

এ ঘটনায় গত মঙ্গলবার স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন রাজশাহী রেলওয়ে থানায় জিডি করেছেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ‘হুমকি-গালাগালির ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা আদালতের অনুমতি নিয়ে এর তদন্ত করব। তারপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্টেশন ব্যবস্থাপকের কক্ষে উত্তেজিত হওয়ার বিষয়ে দেবব্রত সিনহা দেবু বলেন, ‘অসুস্থ রোগীর জন্য একটি টিকিটের দরকার ছিল। তাও দেয়নি। তাই আমি একটু কথা বলেছি।’ ওয়ালী খান বলেন, ‘আমরা সিনিয়র মানুষ। আমাদের টিকিট দেয় না। জিএম খারাপ। খারাপকে খারাপ বলব না?’

এ বিষয়ে জানতে চাইলে প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ১৫ জুলাই দেবব্রত বুকিং সার্ভার ঘিরে রেখে বিভিন্ন ট্রেনের ১২টি এসি ও ১২টি শোভন আসনের টিকিট নিয়েছেন। তাঁর চাহিদা ৪০টি টিকিট। এত টিকিট তো দেওয়া সম্ভব না।পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘দুজনের গালিগালাজ করার ভিডিওটা রেলমন্ত্রী মহোদয়ও দেখেছেন। তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ