ঋণ খেলাপির অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোর হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
গত সোমবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অখিল চন্দ্র রায়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি পাওয়া গেছে। তাতে তিনি ঋণ খেলাপ করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। পরে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।’
এ প্রসঙ্গে অখিল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ঋণ খেলাপের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়টি আমি এখনো জানি না। ব্যাংক কর্তৃপক্ষের কোনো টাকা পাওনা নেই বা ঋণখেলাপিও আমার নেই।’ তাহলে মনোনয়নপত্র বাতিল হয়েছে কেন জানতে চাইলে অখিল ফোন কেটে দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।